হিল ভয়েস, ৮ এপ্রিল ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী রোয়াংছড়ি সদর ইউনিয়নের খামতাং পাড়ায় সেনাবাহিনী মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক ৮ জন বম গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে এলাকার লোকজন রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে খামতাং পাড়া ও আশেপাশের এলাকার পরিস্থিতি থমথমে।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৬:০০ টার সময় সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খামতাং পাড়ায় প্রবেশ করে ফাঁকা গুলি ছুড়ে পাড়াবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে সন্ত্রাসীরা একে একে পাড়ার ২২ জনকে আটক করে রাখে।
পরে আটককৃত ২২ জনের মধ্য থেকে ১৫ জনকে ছেড়ে দেয় সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা। অপর ৭ জনকে খামতাং পাড়া প্রাইমারী স্কুলে আটক করে রাখে।
সূত্র আরো জানায় যে, বৃহস্পতিবার দিবাগত রাতে বমপার্টি খ্যাত কেএনএফ খামতাং পাড়ায় অবস্থানরত সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীদের উপর দুই বার সশস্ত্র হামলা করে।
এতে উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। বমপার্টি কর্তৃক ভোর সকালে দ্বিতীয় বার হামলা চালানো হলে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা রাগান্বিত হয়ে আটককৃত ৭ জনকে গুলি করে হত্যা করে বলে সূত্রে জানা যায়। এই বন্দুকযুদ্ধে বমপার্টির একজন সশস্ত্র সদস্যও নিহত হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০ টার দিকে কেএনএফের একটি গ্রুপ খামতাং পাড়া প্রাইমারী স্কুলে অবস্থান করা সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের উপর আক্রমণের জন্য অগ্রসর হয়। কিন্তু সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সেন্ট্রিরত একজন সদস্য কেএনএফের আক্রমণকারী সশস্ত্র সদস্যদের দেখতে পেলে তৎক্ষণাৎভাবে তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে এবং অন্যান্যরাও অনুসরণ করে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই কেএনএফের উক্ত সদস্যের মৃত্যু ঘটে৷
নিহত ব্যক্তি হলেন- ১.ভান দু বম (৩৫), ২. সাং খুম বম (৪৫), ৩.সান ফির থাং বম (২২), ৪. বয় রেম বম (১৭) ৫. জাহিম বম (৪০), ৬. লাল লিয়ান ঙাক বম (৪৪) ও ৭. লাল ঠাজার বম (২৭)। এর মধ্যে ৬ জন জুরভারাং পাড়ার ও ১ জন পানখিয়াং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তবে বন্দুকযুদ্ধে নিহত বমপার্টির সশস্ত্র সদস্যের নাম জানা যায়নি।
সূত্র জানিয়েছে, নিহত ৭ জন ব্যক্তির মধ্যে জাহিম বমসহ ৩/৪ জন ছিলেন কেএনএফের সশস্ত্র সদস্য বলে জানা গেছে। তারা খামতাং পাড়ায় ছুটি কাটাচ্ছিলেন৷ বাকীরা ছিলেন নিরীহ গ্রামবাসী।
ঘটনার পর রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে ৪/৫টি গাড়িতে করে একদল সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এরপর সেনাবাহিনীর দু’টি গাড়িতে করে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা চলে যায় বলে স্থানীয়রা প্রত্যক্ষ করেছেন।
এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার নিহতদের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।