রুমায় সেনামদদপুষ্ট এএলপি কর্তৃক ইউপি সদস্যসহ ৬ জুম্ম অপহৃত, পরে মুক্তিপণের বিনিময়ে মুক্তি

0
867

হিল ভয়েস, ১৮ নভেম্বর ২০২০, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে সেনাবাহিনীর মদদপুষ্ট আরাকান লিবারেশন পার্টি (এএলপি) সন্ত্রাসীদের কর্তৃক ৬ আদিবাসী মারমা গ্রামবাসী অপহরণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে দুই দফায় বিরাট অংকের মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা উক্ত গ্রামবাসীদের ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৭ নভেম্বর ২০২০ রাত আনুমানিক ১০:০০ টার দিকে এএলপি সশস্ত্র সন্ত্রাসীরা গালেংগ্যা ইউনিয়নের পানতলাপাড়া গ্রাম থেকে ৬ মারমা গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের শিকার ৬ গ্রামবাসী হলেন- ১। চুইহ্লামং মার্মা (৪৫), পিতা- মৃত চিংশৈউ মার্মা, গালেংগ্যা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য; ২। কোহ্লাঅং মার্মা, পিতা-মৃত মংপ্রুচাই মারমা; ৩। আনুমং মারমা, পিতা-মৃত প্রুহ্লাঅং মারমা; ৪। অংসুয়েনং মারমা, পিতা-থুয়াইনুচিং মারমা; ৫। মংকাইটিং মারমা, পিতা-মংপ্রুচিং মারমা; ৬। মংচিংনু মারমা, পিতা-অজ্ঞাত।

জানা গেছে, আজ ১৮ নভেম্বর ২০২০ সকাল বেলায় অপহরণকারী এএলপি সদস্যরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৬ জনের মধ্য থেকে ৪ জনকে ছেড়ে দেয় এবং দুইজনকে আটক করে রাখে। পরে আজ বিকেলের দিকে ৫ লাখ টাকার বিনিময়ে অপর দুইজনকে ছেড়ে দেয়া হয়।