রাবিতে শহীদ তৈইচিং-আথুইপ্রু-আখ্রাউ মারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

হিল ভয়েস, ৩১ জানুয়ারি ২০২৬, চট্টগ্রাম: গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত “তৈইচিং-আথুইপ্রু-আখ্রাউ মারমা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬” এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির প্রধান হরেন্দ্রনাথ সিং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমন চাকমা, সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক প্রাচুর্য্য চাকমা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক পরশ চাকমা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও প্রতিযোগী দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সমাপনী অনুষ্ঠানে পিসিপির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ময়ন্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পিসিপির রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক প্রাচুর্য্য চাকমা।

অনুষ্ঠানের শুরুতে শহীদ তৈইচিং-আথুইপ্রু-আখ্রাউ মারমা’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

এইসময় ড. আমিরুল ইসলাম বলেন, ‘আমার বেশ কয়েকবার এই টুর্নামেন্টের আয়োজনে আসার সুযোগ হয়েছে। আপনারা একসাথে থাকেন এটা দেখে আমার খুবই ভালো লাগে। এই খেলাধুলার আয়োজন অব্যাহত থাকুক- এই প্রত্যাশা করি।’ তিনি শহীদ তৈইচিং-আথুইপ্রু-আখ্রাউ মারমাদের স্মরণ করেন এবং ছাত্রদের একতাবদ্ধ হওয়ার আহবান জানান।

হরেন্দ্রনাথ সিং বলেন, এই টুর্নামেন্টের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। এই আয়োজন চলমান থাকুক এই প্রত্যাশা করি। সর্বোপরি পাহাড় এবং সমতলের নিপীড়িত জনগণের অধিকার রক্ষার্থে এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং গুইমারা রামসু বাজারের শহীদদের প্রতি সম্মান জানান।

উজ্জ্বল তঞ্চঙ্গ্যা বলেন, এই পাওয়া আমার একার নয়। এই বিজয়ের পেছনে টিমের প্রত্যেকটি খেলোয়াড়ের সহযোগিতা আছে। প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।

বিজয় চাকমা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যেমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, পারস্পারিক সম্পর্ক তা আরো সুদৃঢ় হবে। এছাড়াও খেলাধুলার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের সামাজিক, রাজনীতি, সংস্কৃতি সহ নিজ জাতিসত্তার-সমাজের দায়বদ্ধতার কথা বিবেচনা নিয়ে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সুমন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উগ্রবাদী মহল কর্তৃক সাম্প্রদায়িক হামলা ঠেকাতে আমাদের একতা দরকার। সামগ্রিক স্বার্থে কাজ করলেই আমাদের গোড়া শক্ত ও মজবুত হবে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর এক মারমা তরুণীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সেটেলার এবং সেনাবাহিনীর গুলিতে শহীদ হন তৈইচিং-আথুইপ্রু-আখ্রাউ মারমা। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং স্থানীয় আদিবাসীদের আনুমানিক ১৫টি বাড়িঘর, ৬০টি দোকানপাট ও ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৭টি দোকানপাট লুটপাট করা হয়। এই শহীদদের স্মরণে পিসিপির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

এই টুর্নামেন্টে প্রথমবারের মতো মেয়েদের জন্য ৬টি ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ইভেন্টে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ‘ফিনিক্স লিজিয়ন’ বনাম ‘জুম্ম কিংস’ মুখোমুখি হয়। ‘ফিনিক্স লিজিয়ন’ ৪১ রান ব্যবধানে জুম্ম কিংসকে হারিয়ে টুর্নামেন্টে জয় লাভ করে।

এই সময় রক্তিম চাকমাকে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ, নোয়েল ত্রিপুরাকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী, এমং মারমাকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এবং রুবল বাবু চাকমাকে টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার নির্বাচিত করে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করা হয়।

More From Author

+ There are no comments

Add yours