রাতের আঁধারে আদিবাসী রাখাইনদের দেবালয় সম্পত্তি দখল: সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্বেগ

0
894

হিল ভয়েস, ১৬ জুলাই ২০২১, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় রাতের আঁধারে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তি বেদখলের অভিযোগ উঠেছে। মূল্যবান ও গুরুত্বপূর্ণ এ সম্পত্তি দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। গত ১১ জুলাই ২০২১ এ ঘটনা ঘটে।

স্থানীয়সহ ভুক্তোভোগীরা জানান, আদিবাসী রাখাইন সম্প্রদায়ের পুরাতন বৌদ্ধ বিহার নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সীমানা নির্ধারণ জটিলতায় সংস্কার কাজ না হওয়ায় যা দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত রয়েছে। বিহার পরিচালনা কমিটির সভাপতি এমং তালুকদার বলেন, বৌদ্ধ বিহারের জায়গা বাদ দিয়ে কাজ করতে অনুরোধের পরেও দখলদাররা জোরপূর্বক বেড়া দিয়ে বালু ভরাটের কাজ করছে।

এ ঘটনায় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ওই সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হলে দুই দফা কাজ বন্ধ করে দিয়েছি।

এদিকে আদিবাসী রাখাইনদের দেবালয় সম্পত্তি দখলের ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।

সম্মিলিত সামাজিক আন্দোলন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ, ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করে।

গতকাল ১৫ জুলাই ২০২১ সম্মিলিত সামাজিক আন্দোলনের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে আরও বলা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের দেবালয় সম্পত্তিসহ ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। এই সম্পত্তির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দখল করছে স্থানীয় প্রভাবশালী চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। বৌদ্ধ বিহার কমিটি ও আদিবাসী রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে বৌদ্ধ বিহারের জায়গা বাদ দিয়ে কাজ করতে অনুরোধের পরেও দখলদাররা জোড়পূর্বক বেড়া দিয়ে বালু ভরাটের কাজ করছে। তাদের হুমকিতে আদিবাসী রাখাইন সম্প্রদায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।