রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ৫ নিরীহ জুম্ম মারধরের শিকার

0
700

হিল ভয়েস, ১৩ মে ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন ও ঘিলাছড়ি ইউনিয়নে দুই পৃথক ঘটনায় সেনাবাহিনী কর্তৃক ৫ নিরীহ জুম্ম মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৩ মে ২০২১ সকাল আনুমানিক ৮:৩০ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ই বেঙ্গল রেজিমেন্টের রাজস্থলী সাব জোনের প্রায় ৪০-৫০ জনের একটি দল গাইন্দ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইনিংম্র পাড়া গ্রামে টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা পথে গ্রামবাসী যাকে পেয়েছে তাকে বেদম মারধর করেছে। এসময় সেনা সদস্যদের মারধরের শিকার হয়ে অন্তত ৪ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

মারধরের শিকার উক্ত আহত ব্যক্তিরা হলেন- (১) চিংথোয়াইউ মারমা (৫০), পীং-অজ্ঞাত; (২) মংখ্যাউ মারমা (৪৩), পীং-চাইসুই মং মারমা; (৩) মংতোশে মারমা (২৭), পীং ফোসা অং মারমা; (৪) উমং মারমা (৫৫), পীং-অজ্ঞাত।

অপরদিকে, গতকাল ১২ মে ২০২১ রাত আনুমানিক ১১:০০ টার দিকে রাজস্থলী সাব জোনের কম্যান্ডার দেবাশীষ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি-আমতলী পাড়ায় গিয়ে আসাম কুমার তঞ্চঙ্গ্যা (৪৮), পীং-মৃত মুক্তাজয় তঞ্চঙগ্যা নামে এক দোকানদারকে মারধর করে।