রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক এক নিরীহ জুম্মকে আটক ও নির্যাতন

0
607
ছবি : প্রতীকী

হিল ভয়েস, ৭ অক্টোবর ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের এক নিরীহ জুম্ম আটক ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মিথোয়াই মারমা (৩৮), পীং-মৃত মংশে অং মারমা, গ্রাম-লংগদু পাড়া, ৮নং ওয়ার্ড, ২নং গাইন্দ্যা ইউনিয়ন, রাজস্থলী উপজেলা। তিনি পেশায় একজন স্থানীয় মুদির দোকানদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ২০২১ সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায় কাপ্তাই সেনা জোনের ৫৬ ই বেঙ্গল রেজিমেন্টের জোন কম্যান্ডার লে: কর্নেল মো: আনোয়ার জাহিদ (পিএসসি) এর অধীনে রাজস্থলী সাব জোনের দায়িত্বরত কম্যান্ডার মেজর মো: হাসান চৌধুরী ও সুবেদার মো: সাইফুল ইসলামের নেতৃত্বে ২৭ জনের একটি সেনাদল তিনটি গাড়ি যোগে গাইন্দ্যার লংগদু পাড়ায় টহল অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা গ্রামের লোকজনকে থামিয়ে ও ডেকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী আসে কিনা, তারা কোনদিকে গেছে, তাদেরকে চাঁদা দিতে হয় কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে হয়রানি করে।

এক পর্যায়ে সেনা সদস্যরা মিথোয়াই মারমাকে তার দোকান থেকে আটক করে রাজস্থলী সেনা ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে সেনা সদস্যরা মিথোয়াই মারমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় বলে জানা যায়।

মিথোয়াই মারমার পরিবার ও গ্রামবাসীরা জানায়, তারা জানে না নিরীহ মিথোয়াই মারমার কী অপরাধ এবং সেনাবাহিনী কেন তাকে নিয়ে গিয়ে নির্যাতন করছে এবং আটক করে রেখেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটক মিথোয়াই মারমার মুক্তির খবর পাওয়া যায়নি।