রাজস্থলীতে মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক ২ জুম্ম মারধরের শিকার

হিল ভয়েস, ১৮ মে ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সেনামদদপুষ্ঠ মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক ২ জুম্ম মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী দুই ব্যক্তির মধ্যে একজনের নাম সুশীল তঞ্চঙ্গ্যা (৩৫), পীং-মৃত রূপসেন তঞ্চঙ্গ্যা, গ্রাম-হলুদিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, ঘিলাছড়ি ইউনিয়ন, রাজস্থলী। অপরজনের নাম জানা যায়নি, তবে তার বাড়ি রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার বগাখালী গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৭ মে ২০২৫ বিকাল আনুমানিক ৫টার দিকে মোটর সাইকেল চালক সুশীল তঞ্চঙ্গ্যা ও তার যাত্রী (নাম অজ্ঞাত) বাঙ্গালহালিয়া বাজারে পৌঁছলে মগ পার্টির চাঁদা সংগ্রহকারী মো: শহিদুল আলম সহ তিন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে সুশীল তঞ্চঙ্গ্যা ও তার যাত্রীকে থামায়। এর পরপরই মগ পার্টির সন্ত্রাসীরা সুশীল তঞ্চঙ্গ্যা ও তার যাত্রীকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ছেড়ে দেয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মারধরের কারণ জানা যায়নি।

More From Author

+ There are no comments

Add yours