রাজশাহীতে আতঙ্কে থাকা আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করে আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিবৃন্দ

হিল ভয়েস, ০৭ সেপ্টেম্বর ২০২৫, রাজশাহী: রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়াস্থ আতঙ্কে থাকা আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও আবাসনের ব্যবস্থা করা এবং ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধিদল।

আজ সকাল ১০ ঘটিকার সময় রাজশাহীর উচ্ছেদ আতঙ্কে থাকা আদিবাসীদের পাহাড়িয়া গ্রাম সরেজমিন পরিদর্শন কালে এইসব দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিদল।

সরেজমিন পরিদর্শনকালে প্রতিনিধিদল পাহাড়িয়া জনগোষ্ঠীর উচ্ছেদ আতঙ্কগ্রস্ত মানুষের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করেন। প্রতিনিধি দলের সদস্যরা পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। উক্ত ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ ও আবাসনের ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিগণ বলেন, আদিবাসী পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিদলে ছিলেন সাংবাদিক ও কবি সোহরাব হাসান, নাগরিক উদ্যাগ এর প্রধান নিবার্হী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, ব্লাস্ট-প্রধান কার্যালয় এর প্রতিনিধি মোঃ মিনহাজুল কাদির, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, ব্লাস্ট-রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, স্বেচ্ছাসেবক সম্রাট রায়হান প্রমুখ।

More From Author

+ There are no comments

Add yours