হিল ভয়েস, ১১ জানুয়ারি ২০২৬, বান্দরবান: গত (৯ জানুয়ারি) রোজ শুক্রবার সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়া গ্রামে নিসাঅং মারমা (৫৫) নামে এক নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা প্রথমে নিসাঅং মারমাকে অপহরণ করার চেষ্টা করে।
সন্ত্রাসীদের গুলিতে নিসাঅং মারমা আহত হলেও ধস্তাধস্তির কারণে আক্রমণকারী দুই সন্ত্রাসীও নিজেদের গুলিতে আহত হয় বলে জানা যায়। তবে আহত সন্ত্রাসীদের নাম জানা যায়নি। হামলাকারী সন্ত্রাসীদের হাতে স্বয়ংক্রিয় আগ্নোয়াস্ত্র ছিল বলেও জানা গেছে।
হামলার শিকার নিসাঅং মারমা পেশায় একজন স্থানীয় দোকানদার। তবে তিনি একসময় জনসংহতি সমিতির কর্মী ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন (৯ জানুয়ারি) সকালে থংজামা পাড়ায় নিসাঅং মারমা প্রতিদিনের মত তার মুদির দোকান খুলতে গেলে মগ পার্টির ৪ সশস্ত্র সদস্য তার নাম জিজ্ঞেস করে তাকে ঝাপটে ধরার চেষ্টা করে। এ সময় নিসাঅং মারমার সাথে মগ পার্টির সদস্যদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় মগ পার্টির এক সদস্য নিসাঅং মারমাকে গুলি করার চেষ্টা করলে ধস্তাধস্তির কারণে সেই গুলিতে দুই মগ পার্টির সদস্য আহত হয়। এই সুযোগে নিসাঅং মারমা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় গুলি করা হলে গুলিতে নিসাঅং মারমা পায়ে সামান্য আহত হন।
হামলার সময় মগ পার্টির সদস্যরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনাস্থলের সামান্য দূরে মগ পার্টির আরো ২০ জন সশস্ত্র সদস্য অবস্থান করছিল বলে জানা যায়। আহত মগ পার্টির সদস্যদের মধ্যে একজন রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা হাসপাতালে, আরেকজন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মগ পার্টির উক্ত সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পোয়তু পাড়ায় তাদের আস্তানা থেকে চাঁদা উত্তোলনের উদ্দেশ্যে রাজবিলায় গেছে বলে জানা যায়।
উল্লেখ্য, মগ পার্টি হচ্ছে বিগত আওয়ামীলীগ দলের স্থানীয় নেতা ও সেনাবাহিনীর সৃষ্ট এবং মদদপুষ্ট পার্বত্য চুক্তি বিরোধী, চাঁদাবাজ ও সন্ত্রাসী একটি সংগঠন। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীরই আশ্রয়েপ্রশ্রয়ে এই মগ পার্টির সদস্যরা একাধিক দলে বিভক্ত হয়ে প্রধানত রাঙ্গামাটি জেলার রাজস্থলী, বাঙ্গালহালিয়া, কাপ্তাই ও বান্দরবানের কিছু কিছু এলাকায় ঘাটি গেঁড়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে।
আওয়ামীলীগ সরকারের পতনের পরও রাজস্থলী ও বাঙ্গাহালিয়ায় সেনা ক্যাম্পেরই আশেপাশে মগ পার্টি সন্ত্রাসীদের আস্তানা ও তৎপরতা বহালতবিয়তে থাকায় এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
+ There are no comments
Add yours