রাঙ্গামাটি সদরে সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাসী, হয়রানি ও জিনিসপত্র তছনছ

0
888

হিল ভয়েস, ১৯ নভেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর এলাকায় সেনাবাহিনী কর্তৃক একের পর এক বাড়ি তল্লাসী, হয়রানি ও জিনিসপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল ১৮ নভেম্বর ২০২০ মধ্যরাত ১:০০ টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলিস্থ ২৩ ইস্ট বেঙ্গল সেনা জোনের আওতাধীন গবঘোনা সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য মগবান ইউনিয়নের ধনপাতা নতুন বাজার এলাকার নিগারা মনি চাকমা (৩৬), পীং-ইত্তুক্যা চাকমা’র বাড়ি ঘেরাও করে। সেনা সদস্যরা বাড়িতে নিগারা মনি চাকমার খোঁজ করে। কিন্তু নিগারা মনি চাকমাকে না পেলেও সেনা সদস্যরা হয়রানিমূলকভাবে বাড়িতে ব্যাপক তল্লাসী চালায়।

এরপর সেনা সদস্যরা যাওয়ার সময় নিগিরা ধন চাকমার মাছ ব্যবসা সংক্রান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এসময় নিগারা ধন চাকমা বাড়িতে ছিলেন না। নিগিরা ধন চাকমা স্থানীয় একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

গত ১৬ নভেম্বর ২০২০ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে জুরাছড়ি উপজেলার জুরাছড়ি সেনা জোনের ৪৫-৫০ জনের একটি সেনা দল রাঙ্গামাটি সদরের বালুখালি ইউনিয়নস্থ পরিত্যক্ত বসন্ত মোন সেনা ক্যাম্পের জায়গায় এসে তাবু টাঙিয়ে অবস্থান নেয়। এসময় এলাকার গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সেখানে একরাত অবস্থান গ্রহণ করার পর সেনা সদস্যারা পরদিন ১৭ নভেম্বর ২০২০ সকাল ১০:৩০ টার দিকে সেখান থেকে জোনে ফিরে যায়।

অপরদিকে, গত ১৫ নভেম্বর ২০২০ সকাল ১০:০০ টার দিকে জীবতলি ২৩ ইস্ট বেঙ্গল সেনা জোন ও গবঘোনা সেনা ক্যাম্প এর ৪০-৫০ জনের একটি যৌথ সেনা দল জীবতলি ইউনিয়নের পানছড়ি পাড়ার নিরন চাকমা (২৮), পীং-শুদ্ধোধন চাকমা’র বাড়ি ঘেরাও করে।

এসময় সেনা সদস্যরা নিরন চাকমাকে বাড়িতে না পেলেও বাড়িতে ব্যাপক তল্লাসী চালায়, বাড়ির জিনিসপত্র তছনছ করে এবং বাড়ির লোকদের বিভিন্ন প্রশ্ন করে হয়রানি করে।