হিল ভয়েস, ১২ মে ২০২২, রাঙ্গামাটি: রাঙামাটির বরকল উপজেলার ১নং সুবলঙ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উকছড়ি গ্রামে সেনামদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক লক্ষ্মী চন্দ্র চাকমা ওরফে দুর্জয় (৪৫), পিং- মৃত ললিত কুমার চাকমা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (১১ মে ২০২২) রাতে এই হত্যাকান্ডটি ঘটান সেনামদদপুষ্ট ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে রূপায়ন চাকমা ওরফে উত্তরণের নেতৃত্বে সুবলঙ বাজারে অবস্থানরত সেনামদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক)- এর একটি দল ১নং সুবলঙ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উকছড়ি গ্রামে গিয়ে লক্ষী চন্দ্র চাকমার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। রাতের খাবার খেয়ে তিনি বাড়ির উঠানে বের হলে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্ত্রাসীরা লক্ষ্মী চন্দ্র চাকমার মৃত্যু নিশ্চিত করার পর ইঞ্জিনচালিত বোট যোগে সুবলং বাজারে তাদের আস্তানায় চলে যায়। এ সময় এক দল সেনা সদস্য সন্ত্রাসীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, নিহত লক্ষ্মী চন্দ্র চাকমা এক সময় ইউপিডিএফ (মূল) দলের সাথে যুক্ত ছিলেন। তবে আনুমানিক ১০/১২ বছর আগে তিনি পার্টি থেকে অব্যাহতি নিয়ে পরিবার-পরিজন নিয়ে ব্যবসা-বাণিজ্য করে জীবন-যাপন করছিলেন।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        