রাঙ্গামাটির দুর্গম ডলু পাড়ার ৩৩টি পরিবার অজ্ঞাত রোগের আক্রান্ত

0
1061

হিল ভয়েস, ২৯ জুন ২০২০, রাঙ্গামাটিরাঙ্গামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডলু পাড়া নামক গ্রামে প্রাক্তন মহিলা ইউপি মেম্বারসহ প্রায় ৩৩টি পরিবার অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে বলে খবর জানা গেছে।

করোনা ভাইরাসের মহামারির চলাকালে এলাকায় নাম না জানা এক অজ্ঞাত রোগ দেখা দেওয়ায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মাস আগে ডলু পাড়ায় অজ্ঞাত এক রোগে পাড়ার মানুষ সংক্রমিত হতে থাকে। দিনে দিনে বেড়ে তা পাড়ার অর্ধেকের বেশি মানুষ আক্রান্ত হয়ে যায়। ভয়ে ইতোমধ্যে ৩৬টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে।

এ বিষয়ে ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধনকুমার চাকমা জানান, ডলু পাড়ার এলাকায় লোকজন অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছে এমন খবর পেলে আমরা সরেজমিনে গিয়ে আক্রান্ত রোগীদের পরিবারের লোকজন ও জনপ্রতিনিধিদের সাথে অজ্ঞাত রোগের বিষয়ে আলোচনা করি।

তিনি আরো বলেন, তাদেরকে স্বাস্থ্যসেবা কেন্দ্র গিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দিলেও আমার কথাগুলো আমলে নেয়নি। তিনি আরো জানান, আক্রান্ত রোগীদের সরকারি সহায়তার মাধ্যমে চিকিৎসা করালে রোগীগুলো ভালো হবে বলে মনে করি।

এ পর্যন্ত উক্ত এলাকায় কোন রোগী ডাক্তারে চিকিৎসা নেয়নি এবং মেডিকেল টিমও খোঁজখবর নেয়নি বলে জানান ধনকুমার চাকমা।