রাঙ্গামাটির জীবতলীতে সেনাবাহিনী কর্তৃক ৫ জুম্ম বাড়িতে তল্লাশি, ১ জনকে মারধর

0
508
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ২৫ সেপ্টেম্বর ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে মারধর এবং ৫টি বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

সেনাবাহিনীর মারধরের শিকার গ্রামবাসীর নাম শান্ত চাকমা হেঙত্যা (৪০), পিতা-আনন্দ চাকমা, গ্রাম-ধুল্যাছড়ি, জীবতলী ইউনিয়ন।

অপরদিকে, তল্লাশি ও হয়রানির শিকার বাড়িগুলি হল- ১. শান্ত চাকমা হেঙত্যা (৪০), পিতা-আনন্দ চাকমা, গ্রাম-ধুল্যাছড়ি, ২. জিতেশ্বর দেওয়ান (৩০), পিতা-দ্বিবাবু দেওয়ান, গ্রাম-ঐ, ৩. নীলসেন চাকমা, পিতা-লাগুদুম চাকমা, গ্রাম-ঐ, ৪. কৃষ্ণ বরণ চাকমা (৪৩), পিতা-বীরসেন চাকমা, গ্রাম-ঐ, ৫. লক্ষী বরণ চাকমা (৩২), পিতা-বীরসেন চাকমা, গ্রাম-ঐ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২১ বিকাল আনুমানিক ৩:০০ টার দিকে রাঙ্গামাটি সদর এলাকায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর গবঘোনা সেনা ক্যাম্পের কম্যান্ডার ক্যাপ্টেন মো: মাহবুব ও এস ব্যান্ড সেনা ক্যাম্পের কম্যান্ডার সুবেদার মো: রিয়াজের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সেনাদল জীবতলী ইউনিয়নের ধুল্যাছড়ি গ্রামে টহল অভিযান চালায়।

উক্ত টহল অভিযানের সময় সেনা সদস্যরা প্রথমে ঐ গ্রামের শান্ত চাকমা হেঙত্যা’র বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় এবং শান্ত চাকমা হেঙত্যাকে ব্যাপক মারধর করে। এরপর সেনা সদস্যরা একই গ্রামের একের পর এক জিতেশ্বর দেওয়ান, নীলসেন চাকমা, কৃষ্ণ বরণ চাকমা ও লক্ষী বরণ চাকমার বাড়ি ঘেরাও করে বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়, জিনিসপত্র তছনছ করে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর করে।

প্রায় দুই ঘন্টা গ্রামে অবস্থান, বাড়িতে তল্লাশি ও মারধরের ঘটনার পর বিকাল ৫:০০ টার দিকে সেনাদলটি স্ব স্ব ক্যাম্পে ফিরে যায়। যাবার সময় সেনা সদস্যরা শান্ত চাকমা হেঙত্যা ও কৃষ্ণ বরণ চাকমাকে পরের দিন সকাল ১০:০০ টায় এস ব্যান্ড সেনা ক্যাম্পে দেখা করার নির্দেশ দিয়ে যায়।