রাঙ্গামাটিতে এক হিন্দু মন্দিরে হামলায় প্রতিমা ভাঙচুর, দানবাক্স লুট

0
873

হিল ভয়েস, ১৩ মে ২০২০, রাঙ্গামাটিগতকাল ১২ মে ২০২০ রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলা শহরে দুস্কৃতিকারী কর্তৃক এক হিন্দু মন্দিরে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় একটি হিন্দু ধর্মীয় মূর্তি ভাঙচুর করা হয় এবং একটি দানবাক্স ভেঙে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়।

হামলার ঘটনাটি ঘটেছে শহরের ফিসারি বাঁধ এলাকায় শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরে। এটি রাঙ্গামাটিতে হিন্দু মন্দিরের উপর প্রথম হামলা, প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনা বলে জানা গেছে। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের অনেকেই সামাজিক মাধ্যমসহ নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রতিবাদ জানিয়েছে।

জানা গেছে, মন্দিরের আঙিনায় রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরার কয়েকটি খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। এই প্যাকেটগুলো হামলাকারীরাই রেখে গেছে বলে ধারণা করছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

রাঙ্গামাটির এক সংবাদকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সদস্য নন্দন দেবনাথ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সারাদেশে সাম্প্রদায়িক হামলায় মন্দির ভাঙচুর হলেও রাঙ্গামাটি জেলাতে এই ঘটনা কখনো ঘটেনি। তবে গতকাল রাতে কে বা কারা রাঙ্গামাটিতে প্রথমবারের মতো ফিসারী বাঁধ এলাকায় শ্রী শ্রী মগদেশ্বরী মায়ের মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এবং দানবাক্সের টাকা চুরি করেনিয়ে যায়।’

খোকন কুমার দে তার স্ট্যাটাসে লেখেন, ‘এই প্রথম রাঙ্গামাটিতে মূর্তি ভাঙচুর হলো। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।’

উজ্জ্বল দাশ লিখেছেন, ‘..মন্দির কে বা কারা ভেঙেছে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাদের ধরে শাস্তির আওতায় আনা হোক।’

মৃদুল ধর নামে এক ব্যক্তি লেখেন, ‘শেষ পর্যন্ত এই কুচক্রী মহল রাঙ্গামাটিতে সৃষ্টি হলো? আমার মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে।’ তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।