রাঙ্গমাটির নান্যাচরে সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক দুই জুম্মকে অপহরণ

0
697
ছবি : প্রতিকী

হিল ভয়েস, ১৮ নভেম্বর ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার নান্যাচর সদর উপজেলায় সেনামদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক দুই জন ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

গত ১২ নভেম্বর (শুক্রবার) রাত ১১.৩০ টায় নান্যাচর উপজেলার টিএন্ডটি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

টিএন্ডটি বাজার থেকে অপহৃত দুই ব্যক্তি হল- সুশীল চাকমা (৫০), পিতা– কৃঞ্চ চাকমা এবং জটিল চাকমা (বাক্কা বাপ) (৩০) , পিতা- ফনি ভূষন চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১১.৩০ টায় সেনামদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর রন চাকমার নেতৃত্বে টিএন্ডটি বাজার এলাকা থেকে উল্লিখিত দুই ব্যক্তিকে তাদের নিজ বাড়ি থেকে অপহণ করে নিয়ে যায়।

অপহরণের পর তাদের কোথায় রাখা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা ৩নং বুড়িঘাট ইউনিয়নের গুলসাছড়ি নামক স্থানে রাখা হয়েছে, যেহেতু সস্ত্রাসীরা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত গুলসাছড়িতে অবস্থান করছে।

অপরদিকে ১৭ নভেম্বর ২০২১ তারিখে জীবতলী চেয়ারম্যান পাড়ায় অবস্থানকারী সেনামদদপুষ্ট সন্ত্রাসী ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্তৃক মগবান ইউনিয়নের সমরেশ চাকমা (৩২), পিতা- বিমল চাকমাকে সন্ত্রাসীরা তাদের আস্তানা গদাপাড়ায় ডেকে দুপুর ১২:০০ ঘটিকায় সময় অমানবিক নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।

কি অপরাধে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে তিনি নিজেও জানেন না। নির্যাতন করার পর ১৮ নভেম্বর ২০২১ তারিখে আবার তাদের আস্তানায় দেখা করার নির্দেশ দিয়ে ছেড়ে দেয়।