হিল ভয়েস, ২৯ জুলাই ২০২৫, বিশেষ প্রতিবেদক: রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে সেখানকার সনাতন সম্প্রদায়ের লোকজনের উপর উগ্র মুসলিম সম্প্রদায় কর্তৃক বাড়িঘরে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে।
সূত্র মোতাবেক, ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে এক কিশোর অবমাননাকর লেখা ও ছবি শেয়ার করেছে- এমন অভিযোগে গঙ্গাচড়ায় কিছু উগ্র মুসলিম সম্প্রদায়ের লোকজন মাইকে উস্কানি দিয়ে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে এই হামলা চালায়। এতে ১৪টি বসতঘরে হামলা ও ভাঙচুরের পর বাড়ির সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রাত আটটার দিকে অভিযুক্ত কিশোরকে পুলিশ থানায় নিয়ে গেলে তার বিচারের দাবিতে সেখানকার মুসলিম সম্প্রদায় মিছিল নিয়ে তার বাড়ির সামনে যায়। পরে রাত ১০টার দিকে কিছু উগ্র মুসলিম সম্প্রদায়ের লোকজন দ্বিতীয় আরেকটি মিছিল করে এসে তার এক স্বজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এর ঠিক পরের দিন অর্থাৎ ২৭ জুলাই ২০২৫ রোববার বেলা সাড়ে তিনটার দিকে আবারও হিন্দুদের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট এবং খেত খামার ধ্বংস করে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত ঐ ১৭ বছর বয়সী কিশোরকে পুলিশ কর্তৃক আটক করে সাইবার সুরক্ষা আইনে মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয় বলে জানা যায়।
বর্তমানে সেখানে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন এবং পুলিশের পাহারা বসানো হয়েছে।
আবারো হামলার আশঙ্কায় উক্ত গ্রামে দু-একজন পুরুষ ছাড়া অধিকাংশ বাড়ির নারী ও শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো হয়েছে। লুটপাটের পর ঘরের অবশিষ্ট মালামাল অনেকে বিক্রি করে দিচ্ছেন, অনেকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন বলে জানা যায়।
+ There are no comments
Add yours