রংপুরে আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটককৃত যুবক কারাগারে

0
734

হিল ভয়েস, ১৬ অক্টোবর ২০২০, রংপুর: রংপুরের বদরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে গ্রেফতারকৃত যুবক লায়লাতুল বরাতকে (১৯) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশি সূত্রে জানা যায়, করোনার আগে স্কুলে আসা যাওয়ার পথে প্রভাবশালী পরিবারের ছেলে লায়লাতুল বরাত ওই আদিবাসী মেয়েটিকে উত্ত্যক্ত করত। এখন করোনার কারণে স্কুল বন্ধ হাওয়াতে বখাটে লায়লাতুল বরাত মেয়েটির বাড়িতে এসেই উত্যক্ত করতে শুরু করে। এতে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বখাটে লায়লাতুল বরাতকে মানা করা সত্ত্বেও মানা না শুনলে সরাসরি পরিবারের নিকট অভিযোগ জানানো হয়। তাতেও কাজ হয়নি।

গতকাল ১৫ অক্টোবর ২০২০ বুধবার বিকেলের দিকে লায়লাতুল বরাত মেয়েটির বাড়ির পিছনে গাছ কাটতে যায়। এক পর্যায়ে বাড়িতে ঢুকে পানি চায়। মেয়েটি টিউবওয়েল থেকে পানি দিতে গেলে উল্টো মেয়েটির শরীরে পানি ছিটিয়ে দেয়। বাড়িতে বাবা-মা না থাকায় মেয়েটিকে ঝাপটে ধরে। শ্লীলতাহানি করার চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার করলে আশেপাশের মানুষজন এগিয়ে এসে বখাটে লায়লাতুল বরাতকে ঘটনাস্থল থেকে আটক করে।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ রাতে এসেই বখাটে লায়লাতুল বরাতকে থানায় নিয়ে যায়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’