রংধজন ত্রিপুরার উপর হামলায় সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্বেগ প্রকাশ

0
551

হিল ভয়েস, ১৫ জুলাই ২০২২, ঢাকা: সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে বান্দরবানের লামা উপজেলায় আদিবাসী ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক রংধজন ত্রিপুরার উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে ৪০০ একর এলাকায় তিন পাড়াবাসী দীর্ঘদিন ধরে জুম চাষ করে আসছেন। ২০২১ সালে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক প্রতিষ্ঠান ওই জমিকে তাদের ইজারা নেওয়া জায়গা হিসেবে দাবি করে। এ নিয়ে আদিবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে, যার একজন সংগঠক রংধজন ত্রিপুরা।

এর আগে গত ২৬ এপ্রিল এই সরই ইউনিয়নে প্রায় ৩০০ একর এলাকা জুড়ে করা জুম চাষের জমিতে আগুন দেওয়া হয়েছিল। তখনও লামা রাবার ইন্ডাস্ট্রিজের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল আদিবাসীরা ।

বুধবার রাতে এক কিশোরের নেতৃত্বে কয়েকজন হামলাকারী আদিবাসী ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক রংধজন ত্রিপুরার মারধর, হামলা ও মাথায় আঘাত করে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ রবিবার (১৫ জুলাই) সাম্মিলিত সামাজিক আন্দোলনের দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু আদিবাসী নিপীড়নের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করতে হবে। রংধজন ত্রিপুরার উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।