হিল ভয়েস, ২৩ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসিত) এর সন্ত্রাসীরা অবশেষে ৭০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে লংগদু থেকে অপহৃত প্রাক্তন ইউনিয়ন পরিষদের সদস্য নন্দ কুমার চাকমাকে (৫৮) ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ (২৩ আগস্ট) বিকাল আনুমানিক ৩টার দিকে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার বুদ্ধ কুমার চাকমার বাড়ি থেকে অপহৃত নন্দ কুমার চাকমাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত পরশু (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী দলের কমান্ডার চিরজ্যোতি চাকমা ওরফে প্রবল ও কালাইয়ে চাকমা ওরফে মংপ্রু ওরফে পলক এর নেতৃত্বে একটি দল লংগদুর কাট্টলী কুকিছড়া গ্রামের নিজ বাড়ি থেকে নন্দ কুমার চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর ইউপিডিএফ সন্ত্রাসীরা ভুক্তভোগীর পরিবারের নিকট ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
নন্দ কুমার চাকমা লংগদু ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রাক্তন ইউনিয়ন পরিষদ সদস্য।