মারাইংতংয়ে ভূমি রক্ষা এবং লামা উপজেলা প্রশাসনের ষড়যন্ত্র বিরুদ্ধে আলীকদমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হিল ভয়েস, ২৮ অক্টোবর ২০২৫, বান্দরবান: আজ ২৮ অক্টোবর ২০২৫ সকাল ৮ ঘটিকার সময়ে শীলবুনিয়া পাড়ায় বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় মারাইংতংয়ে ভূমি রক্ষা ও লামা উপজেলা প্রশাসন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে আলীকদম বৌদ্ধ সমাজের উদ্যােগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বৌদ্ধ ধর্মাবলম্বী, স্থানীয় সমাজকর্মী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মারাইংতং উক্ত অঞ্চলে স্থানীয় মানুষদের ঐতিহ্যবাহী জায়গা, যা সেখানকার বৌদ্ধ ধর্ম্বাবলম্বী ও জুম্মদের সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ওই স্থানটি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

বক্তারা আরো বলেন, লামা উপজেলা প্রশাসন কর্তৃক মারাইংতং জাদীর ভূমি নিয়ে ষড়যন্ত্র পরিচালনা করা হচ্ছে। যা এই ধরনের কাজের মাধ্যমে ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য ভবিষ্যতে হুমকিস্বরুপ বয়ে আনবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

যেটি আলীকদম শীলবুনিয়া পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা পাড়ার রাস্তায় মুখে এসে শেষ করা হয়।

More From Author