হিল ভয়েস, ৭ আগস্ট ২০২৫, মাদারীপুর: মাদারীপুর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দীঘির পাড়ে পাশাপাশি অবস্থিত শ্রীশ্রী গণেশ পাগলের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় পাশাপাশি ৬টি মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গভীর রাতে কে বা কারা গণেশ পাগলের মন্দিরের একটি এবং রাধাকৃষ্ণ মন্দিরের রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করে। তখন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, “বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, “মন্দিরের দুটি প্রতিমা ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে। তবে এই ঘটনা কিভাবে হল কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিষয়টি আমরা তদন্ত করছি। প্রতিমা ভাঙচুরের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”