মাটিরাঙায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা এক জুম্মর মোবাইল ও টাকা কেড়ে নিয়েছে

0
765

হিল ভয়েস, ১৮ অক্টোবর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙায় সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা গিরাতী ত্রিপুরা নামে এক জুম্মর কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয় বলে জানা গেছে। গতকাল ১৭ অক্টোবর ২০২০ সকাল আনুমানিক ১০:০০ টার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

গিরাতী ত্রিপুরার বাড়ি মাটিরাঙা সদর ইউনিয়নের ৭ নং ওর্য়াডের ৪ নং প্রকল্প গ্রামে। তার পিতার নাম মোহন ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গিরাতী ত্রিপুরা গতকাল সকালে প্রয়োজনীয় পণ্য-দ্রব্য কিনতে মাটিরাঙায় এলে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই বাজার থেকে তাকে ধরে একটি চারতলা বিল্ডিং এর উপরে নিয়ে যায়। সেখানে নেয়ার পর সন্ত্রাসীরা নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে তার হাতে থাকা নগদ ৪,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জোর করে কেড়ে নেয়। এরপর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগী ব্যক্তি গ্রামে চায়ের দোকান দিয়ে কোন রকম সংসার চালান বলে জানা যায়। সন্ত্রাসীরা বাজারের সব টাকা কেড়ে নিয়ে নি:স্ব করে বাড়িতে ফেরত পাঠায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের ছত্রছায়ায় থেকে সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী ও ইউপিডিএফ ( গণতান্ত্রিক) সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মাটিরাঙা বাজারে অবস্থান করে মাটিরাঙা বাজার ও তার আশেপাশের এলাকার সাধারণ মানুষকে অপহরণ করে, প্রকাশ্যে সাধারণ জুম্মদের থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ চাঁদা দিতে না পারলে তাকে নানাভাবে নির্যাতন ও মারধর করা হয়। এতে সেনা ও সিভিল প্রশাসনের মদদ থাকায় সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং সাধারণ জুম্মদের উপর জুলুম চালিয়ে যাচ্ছে।