হিল ভয়েস, ২২ জুলাই ২০২৫, রাঙ্গামাটি: গত ২১ জুলাই ২০২৫ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় ঢাকার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি পিসিপি ও এইচডব্লিউএফ এর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করে এক শোক বার্তা প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় উল্লেখ করা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানি ঘটে এবং অনেক শিক্ষার্থী আহত অবস্থায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাসহ যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তাদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) গভীর শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে।
বার্তা আরো বলা হয়, এই বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের নির্ভুল তথ্য প্রকাশসহ তাদের পরিবারকে যথাযোগ্য ক্ষতিপূরণ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা অতিদ্রুত গ্রহণ করার জন্য সরকারের কাছে পিসিপি ও এইচডিব্লউএফ জোর দাবি জানাচ্ছে।
+ There are no comments
Add yours