হিল ভয়েস, ১৯ ডিসেম্বর ২০২৫, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় “তৌহিদি জনতা” নামে কিছু উগ্র মুসলমান।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত দীপচন্দ্র দাস (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দীপচন্দ্র দাস ওই কারখানায় লিংকিং সেকশনে কাজ করতেন। সন্ধ্যার দিকে কাজ করার সময় সহকর্মীর সঙ্গে ধর্মীয় বিষয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। তাৎক্ষণিক ওই ঘটনার কথা মিলগেটের বাইরেও ছড়িয়ে পড়ে।
পরে পরে “তৌহিদি জনতা” নামে দেড়-দুই হাজার উগ্র মুসল্লী কারখানার সামনে জড়ো হয়। তারা কারখানার গেটের ভেতরে ঢুকে দীপচন্দ্র দাসকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং পিটিয়ে হত্যা করে।
এরপর লাশ টেনেহিঁচড়ে নিয়ে রোড ডিভাইডারে ঝুলিয়ে রাখে। পরে রাত আনুমানিক ১১ টায় কেরোসিন দেলে মরদেহে আগুন ধরিয়ে দেয় উপস্থিত “তৌহিদি জনতা” নামধারী উগ্র মুসুল্লী।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।