হিল ভয়েস, ২৭ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার রেইংখ্যাং ভ্যালীতে ব্যাপকভাবে সেনা অপারেশন চালানো হচ্ছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) থেকে এই অপারেশন শুরু হয়েছে।
এই লক্ষ্যে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা, রোয়াপাদাছড়া এবং বড়থলি ইউনিয়নের রায়মংছড়া, সারাল্যেছড়া, বিলপাড়া, হেইঙ্গোছড়া (বর্তমানে খালি) ও গঙ্গাছড়া গ্রামে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে বর্তমানে হেইঙ্গ্যোছড়াতে রুমা ৩৬-বীর এর টু-আইসি মেজর তৌহিদের নেতৃত্বে প্রায় ৪৬-৫০ জনের একটি সেনাদল অবস্থান করছে। এছাড়াও বিলপাড়াতে ২০ জন সেনাসদস্য অবস্থান করছে, যারা রনিন পাড়া সেনাক্যাম্প (২৮-ইবিআর, বান্দরবান সদর জোন) থেকে এসেছে। উক্ত সেনাদলটি মিটিঙ্গ্যাছড়ি ত্রিপুরা পাড়াতে অভিযান চালানোর কথা রয়েছে।
এদিকে বিলাইছড়ি সেনাজোন ৩২-বীর এর অধীন তাংকৈতাং সেনাক্যাম্প থেকে ২৪ জন সেনাসদস্য গতকাল রবিবার (২৬ অক্টোবর) সারাল্যেছড়া হয়ে রেইংখ্যং এর রায়মংছড়াতে অবস্থান নিয়েছে। তারা সাথে করে ১৯ জন পোর্টার নিয়ে এসেছে। আজ সোমবার আবারও ২০ জন সেনাসদস্য তাংকৈতাং থেকে রায়মংছড়ায় গেছে। সেখান থেকে তারা বৈরাক্যেছড়ায় অভিযান চালায়। সবমিলিয়ে বর্তমানে সেখানে ৪৪ জন সেনাসদস্য অবস্থান করছে।
অপরদিকে ফারুয়া ইউনিয়নের তক্তানালা সেনাক্যাম্প থেকে ২০ জন সেনাসদস্য আজ সোমবার সকালে একই ইউনিয়নের রোয়াপাদাছড়াতে টহল অভিযান পরিচালনা করে।
সবিশেষ লক্ষনীয় এই যে, চলমান সেনা অপারেশনের মধ্যেও আজ সোমবার কেএনএফ সশস্ত্র সদস্যরা রোয়াংছড়ি ও বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী শঙ্খমনি পাড়া থেকে পরিবার প্রতি ১,৫০০ টাকা চাঁদা দাবি করেছে।
উক্ত পাড়াতে মোট ৪০টি পরিবারের বসবাস। এছাড়াও কিছুদিন আগে কেএনএফের ১৮ জনের একটি সশস্ত্র দল বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ত্রিপুরা পাড়া ও মারমা পাড়াতে যায় এবং পাড়ার প্রতি পরিবার থেকে ১,০০০ টাকা করে চাঁদা দাবি করে কেএনএফ। তৎপরবর্তী গত ২৩ অক্টোবর কেএনএফ-এর জন্য ত্রিপুরা পাড়া থেকে ৬ মণ চাল দিতে হয়।
গত ৬ অক্টোবর ২০২৫ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় আবারো সেনাবাহিনীর টহল অভিযান পরিচালিত হয়। জুরাছড়ি উপজেলাধীন বনযোগীছড়া জোনের অধীনে থাকা যক্ষাবাজার আর্মি ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ৩০ জনের একটি সেনা টহল দল জুরাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেক পাড়া নামক গ্রামে অভিযান চালানো হয়। উক্ত সেনা টহল দলটি বিলাইছড়ি উপজেলার ৩২ বীর দিঘলছড়ি জোনের অধীনে থাকা ধুপশীল ও শহীদ আতিয়ার ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে।