হিল ভয়েস, ২৬ জানুয়ারি ২০২৬, বিশেষ প্রতিবেদক: গত শনিবার (২৪ জানুয়ারি) রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ির উপজেলার গাছবাগান পাড়া এলাকায় দুই জুম্মর নির্মাণাধীন বসতবাড়ি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভূক্তভোগীরা হলেন- ১) সুখময় চাকমা,পীং: দয়াল চাকমা; ও ২) ধনেশ্বর চাকমা, পীং: অজ্ঞাত।

সূত্র মোতাবেক, গত ২৪ জানুয়ারি সেনাবাহিনীর ২৬-ইসিবির মেজর আতিক ও সুবেদার মোশারফের নেতৃত্বে উক্ত দুই জুম্মর ২টি নির্মাণাধীন বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সময় সেনাবাহিনী উক্ত গাছবাগান পাড়া এলাকায় সাজেকের মতই একটি পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানকার স্থানীয় জুম্মদের উচ্ছেদের জন্য নানাভাবে চেষ্টা করছে বলে জানা যায়।
উল্লেখ্য, উক্ত গাছবাগান এলাকায় সেনাবাহিনী জুম্মদের জমি দখল করে পর্যটন কেন্দ্র স্থাপন করার লক্ষ্যে থুম পাড়া, ধুলুবাগান ও গাছবাগান এলাকাবাসীর প্রতিবাদ সত্ত্বেও পাহাড়ীদের ভোগদখলীয় ভূমি, জুমভূমি, পাড়াবন ইত্যাদি দখল করে সেনাবাহিনীর ২৬-ইসিবি কাজ চালিয়ে যাচ্ছে।
+ There are no comments
Add yours