বিপন্ন পাহাড়িদের ভাষা

0
554
গৌতম চাকমা

আজ রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি!
এই সেইদিন নিজের মাতৃভাষা রক্ষার্থে
জীবন দিয়েছে বরকত, রফিক, শফিক, জব্বার, সালাম..
আরো কত নাম না জানা বীর শহীদের নাম!
তাই ভুলি কী করে আন্তর্জাতিক ২১শে ফেব্রুয়ারি?

যে হারায় সে বুঝে মুখের ভাষা হারানো হৃদয়ের বেদনা,
আমরাও নানান ভাষাভাষী চৌদ্দটি পাহাড়ি জাতিসত্তা
আমাদের আছে নিজ নিজ ভাষা,
বাংলা আমাদের রাষ্ট্র ভাষা, মাতৃভাষা নয়।

বিজাতীয় আগ্রাসনে পাহাড়িদের ভাষা আজ বিপন্নতার মুখে,
আমাদের মায়ের ভাষা কি বিলুপ্ত হয়ে যাবে?

ভাষা মোদের হৃৎস্পন্দন
আমার প্রবাহমান বৈচিত্র্যময় জীবন
আমার একান্ত পরিচয়;
সেই ভাষা যদি হারিয়ে যায়
তবে নিশ্চিত জেনো সেই জাতি বিলুপ্তির মুখে..