মৃত্যু
বিখ্যাত চাকমা
সেই থেকে বসন্তের আগুন আমার মধ্যে অদম্য জ্বলছে,
সত্যের সূর্যরশ্মি হৃদয় ভেদ করে যাচ্ছে,
আমার অন্তঃস্থল যেন চারাগাছ আর ফুলের এক বাগান।
যা বাতাসে এত গভীর সৌরভ দিয়েছে যে,
পাখিরা মেতে উঠছে অবাধ গানে।
আমি হৃদয়কে সকল মানুষের সঙ্গে মিলিয়ে নিয়েছি,
আমার ভালোবাসা যেন শত দিগন্তে জড়িয়ে ধরেছে আদরে-আদরে,
আর সমবেদনায় সামিল হয়েছে আমার আত্মা,
যত পীড়িত-আহত মানুষের যন্ত্রণায়,
এই সেই যুদ্ধ, যে যুদ্ধে কেবল জীবনেরই জয় অবধারিত।
লেখক: অধিকারকর্মী
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        
+ There are no comments
Add yours