হিল ভয়েস, ১৯ জানুয়ারি ২০২৬, বান্দরবান: বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ড জানালী পাড়াস্থ স্কুলের পশ্চিম পার্শ্বে রোহিঙ্গা ও সেটেলার বাঙালিদের যোগসাজশে জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর উপর ধারাবাহিক নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন (BMSA) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি ২০২৬ জানালী পাড়ায় সংঘটিত দুই দফা হামলায় ম্রো ও ত্রিপুরা আদিবাসী জনগোষ্ঠীর অন্তত ১০ জনের বেশি নিরীহ মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন-যা পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর বাগানের ফসল ও গৃহপালিত পশু লুটপাটের অভিযোগ থাকার পরও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এই সহিংসতার পথ সুগম করেছে।
বিবৃতিতে প্রশাসনের বিভ্রান্তিকর ভূমিকা অভিযোগ করে বলা হয়, সন্ধ্যার দিকে গ্রামবাসীদের থানায় ডেকে নিয়ে পরে ভুল নাম্বারে কল বলার ঘটনা প্রশাসনের দায়িত্বহীনতা ও রহস্যজনক আচরণকে স্পষ্ট করে। এর পরপরই দ্বিতীয় দফা হামলা সংঘটিত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই সময় নিমোক্ত দাবিসমূহ উল্লেখ করা হয়:
১। আলীকদমে সংঘটিত হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২। হামলার সাথে জড়িত সকল রোহিঙ্গা ও সেটেলার সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি তদন্তের আওতায় আনতে হবে।
৪। জানালী পাড়া ও আশপাশের আদিবাসী গ্রামগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
৫। পাহাড়ে আদিবাসীদের ভূমি ও জীবিকা সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
+ There are no comments
Add yours