বান্দরবান আলীকদমে ডায়রিয়া রোগে মৃত্যু ৮ জন: আক্রান্ত প্রায় শতাধিক

0
998

হিল ভয়েস, ১৫ জুন ২০২১, বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তিনটি পাড়ায় ডায়রিয়া রোগে মৃত্যু হয়েছে ৮ জনের এবং আক্রান্ত প্রায় শতাধিক।

জানা যায়, আলীকদম উপজেলার করুক পাতা ইউনিয়নের দূর্গম কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানির অভাবে দূষিত পানি পান করায় এলাকাবাসীদের মধ্যে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলেও নেই সরকারী চিকিৎসা সেবা কেন্দ্র ও চিকিৎসক।

দূর্গম এলাকায় ঔষধপত্র ও খাবার স্যালাইন না থাকায় চিকিৎসার অভাবে গত ১১ জুন ২০২১ থেকে ১৪ জুন ২০২১ পর্যন্ত চারদিনে মৃত্যু হয়েছে ৮ জনের, মৃতরা হলেন মাংরুম পাড়ার মাংদম ম্রো, ঙানলি ম্রো, রেংচং ম্রো, ইয়ুংচা পাড়ার তুমলত ম্রো, কাইসার ম্রো, রামদন ম্রো । এতে বিভিন্ন পাড়ায় আক্রান্তের সংখ্যা আরো ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

৪নং করুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রুাতপুং ম্রো বলেন, বর্তমানে নয়টি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। দ্রুত চিকিৎসা সেবা না দিলে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে পারে।

তিনি আরো বলেন, মেনরুম পাড়া, সোনাবি পাড়া, কচ্চপ ঝিরি, আলিষা মনি পাড়া, রুইথন পাড়া, তলেইং পাড়া, মেনলিউ পাড়া, মাংরুম পাড়া ও আমেন পাড়ায় আক্রান্তের হার বাড়ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মো.শাহারিয়া আলম জানান, বর্তমানে উপজেলার করুকপাতা ইউনিয়নের ৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার কুরুকপাতা ইইনয়নের কচ্ছপতলী এলাকায় জেনোরং ত্রিপুরা (৪৪) নামে এক মহিলার মৃত্যু হয়েছে তার নাতি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলিকদম হাসপাতালে ভর্তি হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু বলেন, আলীকদম-থানচি সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। দুইটি মেডিকেল টিম সেখানে পৌঁছেছে। আরও ২টি টিম প্রয়োজনীয় ওষুধ পত্র নিয়ে রওনা হয়েছে।