বান্দরবানে সেনামদদপুষ্ট সন্ত্রাসীদের কর্তৃক দুই কৃষি কর্মকর্তাসহ ৩ জুম্মকে মারধর

0
578
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ১১ সেপ্টেম্বর ২০২২, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনীর মদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে দুই কৃষি কর্মকর্তাসহ ৩ নিরীহ জুম্ম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার তিন ব্যক্তি হলেন- (১) লুলুমং মারমা (৩৮), পীং-মংসাখয় মারমা, ঠিকানা-উদালবনিয়া পাড়া, ১নং রাজভিলা ইউনিয়ন। তিনি সরকারি কৃষি বিভাগের একজন কর্মকর্তা; (২) মংজিকে মারমা (৩৮), পীং-অজ্ঞাত, ঠিকানা-ঐ। তিনিও একজন কৃষি কর্মকর্তা এবং (৩) পুলুশৈ মারমা (৩২), পীং-সাথুইঅং মারমা, ঠিকানা-উদালবনিয়া নীচের পাড়া। তিনি পেশায় একজন মুদির দোকানদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা আনুমানিক ৬:৪৫ টার দিকে মগ পার্টি সন্ত্রাসীদের সশস্ত্র একটি দল উদালবনিয়া এলাকায় উক্ত তিন ব্যক্তিকে সামনে পেয়ে কোনো প্রকার কথাবার্তা ছাড়াই মারধর করে এবং গালিগালাজ করে। কিন্তু সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় উক্ত ব্যক্তিরা প্রতিবাদ করতেও ভয় পায়। মারধরের পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

এসময় সন্ত্রাসীরা মাতাল অবস্থায় ছিল বলে স্থানীয়দের সূত্রে জানা যায়।