হিল ভয়েস, ১০ জুন ২০২২, বান্দরবান: সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ মদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়ন এলাকা থেকে দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ১০ জুন ২০২২ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
অপহরণের শিকার দুই জুম্ম গ্রামবাসী হলেন- (১) খোকন তঞ্চঙ্গ্যা (৪৩), পিতা-মৃত বিরণ তঞ্চঙ্গ্যা, গ্রাম- তঞ্চঙ্গ্যা পাড়া, রাজভিলা ইউনিয়ন ও (২) জীবন চাকমা (৪৫), পিতা-অজ্ঞাত, গ্রাম-ঐ। উল্লেখ্য, জীবন চাকমার আসল বাড়ি খাগড়াছড়ি জেলায়। তবে তিনি রাজভিলার তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন এবং সেখানে তার একটি চায়ের দোকানও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ আনুমানিক ৪:০০ টার দিকে উচিংমং রাখাইন ওরফে মুদি’র নেতৃত্বে মগ পার্টি সন্ত্রাসীদের ৬ জনের একটি সশস্ত্র দল রাজভিলার তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় হঠাৎ এসে খোকন তঞ্চঙ্গ্যা ও জীবন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা খোকন তঞ্চঙ্গ্যাকে তার নিজ বাড়ি থেকে এবং জীবন চাকমাকে তার দোকান থেকে অপহরণ করে নিয়ে যায়।
উল্লেখ্য, অপহরণকারীরা রাজভিলার পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান বিহার পাড়া এলাকা থেকে সেখানে গিয়েছিল বলে এলাকাবাসীর সূত্রে খবর পাওয়া যায়।
জানা গেছে, সন্ত্রাসীরা খোকন তঞ্চঙ্গ্যা ও জীবন চাকমাকে অপহরণের পর বাঙ্গালহালিয়ার দিকে নিয়ে গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত গ্রামবাসীদের শেষ খবর জানা যায়নি।
উল্লেখ্য, ৭ মে ২০২২ চাইউগ্য মারমা (৪৬), পীং-মৃত আবু মং মারমা নামে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের নির্বাচিত এক জুম্ম ওয়ার্ড সদস্য বাঙ্গালহালিয়া গেলে সেখান থেকে এই মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হন।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
                             
                             
                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        