বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র দুই কেন্দ্রীয় সদস্য আটক

0
1008
ছবি: বামে টি এম প্রু মারমা ও ডানে থুইনুমং মারমা

হিল ভয়েস, ২০ মে ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সেনাবাহিনীর চেমিডলু পাড়া সেনা ক্যাম্পের সেনা সদস্যদের কর্তৃক পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর দুই কেন্দ্রীয় সদস্য আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ১৯ মে ২০২২, দুপুর আনুমানিক ২:০০ টার দিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে চেমিডলু সেনাক্যাম্পের সামনে এই ঘটনাটি ঘটে।

আটককৃত দুই ছাত্রনেতা হলেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি টি এম প্রু মারমা ও কেন্দ্রীয় সদস্য থুইনুমং মারমা। তারা এসময় রাঙ্গামাটি শহরে অনুষ্ঠিতব্য পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে যোগ দিতে মোটর সাইকেল যোগে রাঙ্গামাটিতে যাচ্ছিলেন।

আজ ২০ মে ২০২২ রাঙ্গামাটি শহরের জিমনেসিয়াম প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী ও কাউন্সিল উপলক্ষে পিসিপি এক জনসভার আয়োজন করেছে। জনসভা উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী মংসানু মারমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২:০০টার দিকে ছাত্রনেতা টি এম প্রু মারমা ও থুইনুমং মারমা একটি মোটর সাইকেল যোগে বান্দরবান সদরের দিক থেকে এসে চেমিডলু পাড়া সেনা ক্যাম্পের সামনে এসে পৌঁছলে সেনা সদস্যরা তাদেরকে থামায়। এরপর সেনা সদস্যরা দুই ছাত্রনেতাকে আটক করে সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোনে প্রেরণ করে।

টি এম প্রু মারমার বাড়ি থানচি’র হেডম্যান পাড়া এবং থুইনুমং মারমার বাড়ি রুমা উপজেলায় বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ছাত্রদের এখনও ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে।