বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ: পুলিশের অভিযানে আটক ৮ রোহিঙ্গা

হিল ভয়েস, ২১ মে ২০২৫, বিশেষ প্রতিবেদক: বান্দরবান সদর সহ বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় নানাভাবে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। ইদানিং বান্দরবানের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শ্রমিক বৃদ্ধি পেয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় শ্রমিকদের তুলনায় কম শ্রমের মূল্যে রোহিঙ্গা শ্রমিকদেরকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২১ মে ২০২৫ সকালের দিকে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বান্দরবান পুলিশ ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- আবদুল করিম (৪৫), কুল্লাহ মিয়া (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব (২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ (২২)। এরা সকলেই কক্সবাজারের উখিয়া উপজেলার ট্যাংকখালি ১৯ শরণার্থী ক্যাম্পের ব্লক এ-১১ এর বাসিন্দা।

উক্ত রোহিঙ্গা নাগরিকরা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে বেশ কিছু দিন ধরে বালাঘাটা বাজার করাত কল এলাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়। তারা বালঘাটা পূর্ব মুসলিম পাড়া সহ বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

উক্ত ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করার পর কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে এখনো বান্দরবানের বিশেষ করে মুসলিম বাঙালি এলাকায় অনেক রোহিঙ্গা নাগরিক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

More From Author