বান্দরবানে ব্যাপক সেনা অভিযান, তল্লাসি, আটক, মারধর

হিল ভয়েস, ৬ আগস্ট ২০২৫, বান্দরবান: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলায় বিভিন্ন জুম্ম গ্রামে ব্যাপক সেনা অভিযান চলছে এবং এতে অন্তত ১ জনকে আটক, ২ ব্যক্তিকে মারধর ও বিভিন্ন বাড়িতে হয়রানিমূলকভাবে তল্লাসি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে রুমা উপজেলার রুমা সেনা জোন হতে মেজর মেহেদী হাসান সরকারের নেতৃত্বে ৪৫/৫০ জনের একটি সেনাদল গালেংগ্যা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পান্তলা গ্রামে অভিযান চালায়। এসময় সেনা সদস্যরা গ্রামের দুটি বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। তবে কোনো কিছুই পায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনা সদস্যরা পান্তলা গ্রামে অবস্থান করছিল বলে জানা যায়।

একই সাথে সকালে ১৫-২০ জনের আরেকটি সেনাদল একই উপজেলার নাইতং পাড়ায় গিয়ে অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া যায়। এছাড়া, ক্রাউডং পাড়া থেকে জুমঘরে অবস্থানরত অবস্থায় পেয়ে সিজিমং মারমা (২৭), পীং-মংয়াই মারমা নামে এক নিরীহ গ্রামবাসীকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছে বলে জানা গেছে।

অপরদিকে, গতকাল (৫ আগস্ট) মধ্যরাত থেকে ১৫০ জনের অধিক সেনাবাহিনীর একটি দল চার ভাগে বিভক্ত হয়ে থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের ক্যাসু পাড়া, ব্রহ্মাদত্ত পাড়া, আদিকা পাড়া ও বলীপাড়া গ্রামে অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া যায়। জানা যায়, সেনা সদস্যরা ব্রহ্মাদত্ত পাড়ায় একটি জুমঘরে পেয়ে মাওরুম চাকমা ও তার স্ত্রীকে (নাম অজ্ঞাত) ব্যাপক মারধর করে।

এছাড়া, সেনা সদস্যরা বলীপাড়া ইউনিয়নের কমলাবাগান পাড়ায় ৩টি জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসি চালায়। ভুক্তভোগীরা হলেন- রূপান্তর চাকমা (৪৫), পীং-মৃত বাঘ্যে চাকমা, চন্দ্রলাল চাকমা (৪৮), পীং-মৃত লেজ চাকমা ও রাজচন্দ্র ত্রিপুরা (৪৮), পীং-মৃত সধুচন্দ্র ত্রিপুরা।

More From Author

+ There are no comments

Add yours