বান্দরবানে জুম্ম মোটর সাইকেল চালকের মৃত্যুর জন্য ট্রাক চালককে দায়ী

0
250
ছবি: নিহত মোটর সাইকেল চালক মেদো মার্মার লাশ উদ্ধারের সময়

হিল ভয়েস, ২৫ মে ২০২৩, বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত এক জুম্ম মোটর সাইকেল চালককে হাসপাতালে না নিয়ে মাঝ রাস্তায় ফেলে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ট্রাক চালক সাকিলের বিরুদ্ধে।

নিহত মোটর সাইকেল চালক মেদো মার্মা (৩০), পিতা: প্রু থোয়াই অং মার্মা। তিনি বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরোয়া পাড়ার বাসিন্দা ।পেশায় তিনি একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক।

স্থানীয় সূত্র মতে, প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার, ২৩ মে ২০২৩, বিকাল বেলা ভাড়া নিয়ে বান্দরবান থেকে রুমা যাচ্ছিলেন মোটর সাইকেল চালক মেদো মার্মা। যাওয়ার সময় মুরুং বাজারের আগে খৈক্ষ্যং ঝিরি এলাকায় পৌঁছালে, উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা টিএস ট্রাকের সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে যান মেদো মার্মা। এতে পিছনে থাকা যাত্রী তেমন আঘাত প্রাপ্ত না হলেও মোটর সাইকেল চালক মেদো মার্মা আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় মেদো মার্মাকে উক্ত ট্রাকে করে চিকিৎসার উদ্দেশ্যে বান্দরবান সদর হাসপাতালের দিকে পাঠানো হয়। আসার পথে ৭ মাইল গেৎসিমানি পাড়া এলাকায় পৌঁছালে রাতের অন্ধকারে ট্রাক চালক সাকিল আহত মেদো মার্মাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

মেদো মার্মার স্বজনেরা জানান, বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে খোঁজ করি। অনেক খোঁজার পর না পেয়ে আমরা দুঃচিন্তায় ভেঙ্গে পড়ি। পরদিন বুধবার, ২৪ মে সকালে গেৎসিমানি পাড়া এলাকায় রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দূর্ঘটনার পরও মেদো মার্মা তেমন কোন আঘাতপ্রাপ্ত হয়নি। সময়মত হাসপাতালেও পাঠানো হয়েছে। কিন্তু পরের দিন মাঝ রাস্তায় তার লাশ পাওয়া গেছে। এই মৃত্যুর পিছনে ট্রাক চালক সাকিলকে দায়ী করেন তারা।

এই ব্যাপারে বান্দরবান সদর থানার পুলিশের পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে, এই ঘটনায় জড়িতদের বের করতে কাজ করছে পুলিশ।