বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ রোহিঙ্গা আটক

হিল ভয়েস, ১৫ নভেম্বর ২০২৫, বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতরা কক্সবাজার উখিয়া শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানে অবৈধ অনুপ্রবেশ করছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশির সময় ছয়জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখতে চাইলে তারা নিজেদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।

আটকরা হলেন- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) ও মো. সাগের (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে রাজমিস্ত্রির কাজ করতে বান্দরবানে যাচ্ছিলেন তারা। পরে তাদের সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, ‘আজ সন্ধ্যার দিকে সেনাবাহিনীর একটি দল ৬ জন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অনুপ্রবেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, বান্দরবানে এ ধরনের হাজার হাজার রোহিঙ্গা আছে। কেউ রাবার বাগানে, কেউ রাস্তা নির্মাণ কাজে, কেউ রাজমিস্ত্রীর সহযোগী শ্রমিক হিসেবে কাজ করছে।

More From Author