বাঘাইছড়ির সদর এলাকাতেই নিজের সঙ্গীর গুলিতে সংস্কারপন্থী সন্ত্রাসী কম্যান্ডার নিহত

0
1689
ছবি: যুদ্ধ চাকমা

হিল ভয়েস, ৩১ মার্চ ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলা সদর এলাকাতেই সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসী দলের অন্যতম কম্যান্ডার বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ (৩৫) নিজের সঙ্গীর ব্রাশ ফায়ারে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমনকি যুদ্ধ চাকমাকে গুলি বর্ষণকারী কথিত ঐ ব্যক্তি একটি একে-৪৭ সহ দুটি অত্যাধুনিক হাতিয়ার, একটি নাইনএমএম পিস্টল ও ১৭৫ রাউন্ড গুলি নিয়ে দলের আস্তানা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আজ ৩১ মার্চ ২০২১ ভোররাত ২:৩০ টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরের ‘বাবুপাড়া’ নামে আবাসিক এলাকায় অবস্থিত সংস্কারপন্থী দলের সশস্ত্র আস্তানাতেই এই ঘটনা ঘটে।

এদিকে অনেকের মতে, এই ঘটনা একদিকে যেমন বাঘাইছড়ির সংস্কারপন্থী দলের মধ্যে অভ্যন্তরীণ সংকটকে তীব্রভাবে প্রকাশ করেছে, অপরদিকে তেমনি সরকারি প্রশাসনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা বাবুপাড়ার মত এলাকায় সংস্কারপন্থীদের এমন সশস্ত্র উপস্থিতি ও তৎপরতায় প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাতে দলের সশস্ত্র দায়িত্ব পালনের সময় কম্যান্ডার যুদ্ধ চাকমাকে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায় তার দলেরই সশস্ত্র সদস্য ও দেহরক্ষী সুজন চাকমা।

জানা গেছে, সম্প্রতি একের পর এক সিনিয়র নেতাদের মৃত্যুর কারণে সংস্কারপন্থী দলের কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়। এছাড়া বেশ কিছুদিন থেকে বাঘাইছড়িতে সংস্কারপন্থী দলের মধ্যে নেতৃত্ব, চাঁদাবাজি ও আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ চলছিল।

অপরদিকে, প্রশাসনের নাকের ডগায় বাবুপাড়ার মত আবাসিক এলাকায় সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি ও তৎপরতা কীভাবে সম্ভব তা জনগণের দীর্ঘদিনের প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাবুপাড়ার এক বাসিন্দা প্রশ্ন তুলে বলেন, বাবুপাড়া থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে রয়েছে বাঘাইছড়ি বিজিবি ক্যাম্প, এক কিলোমিটার দূরত্বে রয়েছে বাঘাইছড়ি পুলিশ স্টেশন, এক কিলোমিটারের কম দূরত্বে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়। তাছাড়া বাবুপাড়া এলাকাটি বাঘাইছড়ির এলিট এলাকা হিসেবে পরিচিত। তাহলে প্রশাসনের প্রত্যক্ষ প্রশ্রয় না থাকলে এখানে দীর্ঘদিন ধরে সংস্কারপন্থী সন্ত্রাসীরা কীভাবে সশস্ত্রভাবে অবস্থান করতে পারে?

তিনি আরও বলেন, বাবুপাড়ার লোকজন সবসময় আতঙ্ক ও উদ্বেগের মধ্যে থাকে।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।

নিহত যুদ্ধ চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাগলাছড়া গ্রামে বলে জানা গেছে।