বাঘাইছড়িতে সেনা-সমর্থিত সন্ত্রাসী কর্তৃক চারজনকে অপহরণ, তিন গ্রামকে জরিমানা

0
1374

হিল ভয়েস, ০২ জুলাই ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সেনা-মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চারজন জুম্মকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানা যায়।

নলবনিয়া থেকে তিন অপহরণ

স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ৩০ জুন ২০২০ রোজ মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সশস্ত্র সন্ত্রাসীরা বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া গ্রাম থেকে চিক্কো চাকমা (৫৫) পিতা মৃত বিজয় মোহন চাকমা; পুলিন বিহারি চাকমা (৪০) পিতা-বিন্দু কুমার চাকমা, শান্তি বিকাশ চাকমা, পিতা মৃত শিবরতন চাকমা নামে তিনজন নিরীহ জুম্মকেঅস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

এরপর একই দিনে আনুমানিক ৪.০০ ঘটিকার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার অলিন্দ চাকমাকে ফোন করে পাকুজ্জেছড়ি নামকগ্রামে ডেকে উক্ত মেম্বার ও একজন মুরুব্বীর জামিনদার হলে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় পরদিন সকাল ১০.০০ঘটিকার সময় নলবনিয়া গ্রামের সকল পুরুষদের পাকুজ্জেছড়ি গ্রামে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

লাল্যাঘোনা থেকে একজনকে অপহরণ

গতকাল সেনা-সমর্থিত সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত নিকেতন চাকমা (২৮),পীং-অজিত চাকমা’কে মুক্তিপণের বিনিময়ে আজ বিকেলের দিকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১ জুলাই ২০২০ রাত ৯.৩০টার দিকে সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল নিকেতন চাকমাকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

আজ ২ জুলাই ২০২০ দুপুর ২:০০ টার দিকে সংস্কারপন্থী সন্ত্রাসীরা নিকেতন চাকমার বাবা অজিত চাকমাকে ফোন করে অপহৃতের মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে। তবে অনেক দরকষাকষির পর ৩ লক্ষ টাকার বিনিময়ে অপহৃতকে ছেড়ে দেবে বলে সংস্কারপন্থীরা রাজী হয় এবং আজ বিকাল ৬:০০ টার মধ্যে তিন লক্ষ টাকা না দিলে অপহৃতকে মেরে ফেলা হবে বলে তারা জানায়।

অবশেষে অজিত চাকমা আজ বিকাল ৪.৪৫ টায় বাঘাইছড়ি সদরের মারিশ্যা সেতুর পশ্চিম পার্শ্বের একটি স্থানে গিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে সংস্কারপন্থীদের কাছ থেকে তার ছেলে নিকেতন চাকমাকে মুক্ত করে আনেন বলে জানা গেছে।

সংস্কারপন্থীরা নিকেতন চাকমাকে অমানুষিকভাবে মারধর করে করে বলে জানা যায়। নিকেতন চাকমা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির বাঘাইছড়ি ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

তিন গ্রামবাসীকে অর্থ জরিমানা

স্থানীয় সূত্র আরো জানায় যে, গতকাল ১ জুলাই ২০২০ বুধবার দুইকিলো নামক স্হানে অসীম চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সন্ত্রাসীরা বাঘাইছড়ি উপজেলার নলবনিয়া, সিলেবাছড়া ও ডেবাছড়ি গ্রামের সাধারণ জনগণ ও মুরুব্বী নিয়ে সভা করে।

উক্ত সভায় নলবনিয়া গ্রামবাসীদের ৫০ হাজার টাকা, সিলেবাছড়া গ্রামবাসীদের ১০ হাজার টাকা ও ডেবাছড়ি গ্রামবাসীদের ১০ হাজার টাকা জরিমানা করে। উক্ত জরিমানার অর্থ ৫ জুলাই-এর মধ্যে জমা দিতে হবে বলে নির্দেশ দেয়।