বাঘাইছড়িতে বিজিবি কর্তৃক জুম্মদের প্রায় ১০০০ ঘনফুট সেগুন কাঠ অন্যায়ভাবে জব্দ

হিল ভয়েস, ২২ জানুয়ারি ২০২৬, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতুলি ইউনিয়নের ৩৮৪ নং সারোয়াতুলি মৌজা থেকে জুম্ম গ্রামবাসীদের উন্নয়নমূলক কাজের জন্য কর্তন করা আনুমানিক এক হাজার ঘনফুট সেগুন কাঠ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক অন্যায়ভাবে জব্দ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ৮ টার দিকে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর জোনের (৩৭ ব্যাটালিয়ন বিজিবি) সিইও মো. তাসকিনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি বিজিবি দল বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ-পূর্ব সারোয়াতুলি ইউনিয়নের কুমুরোআরক ছড়া এলাকায় অবস্থান নেয়। পরে তারা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে স্থানীয় জুম্ম গ্রামবাসীদের আগে থেকে কর্তন করে রাখা আনুমানিক ১০০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে নিয়ে যায় বলে জানা গেছে।

গ্রামবাসীরা জানান, সারোয়াতুলি মৌজার অন্তর্ভুক্ত ১২ থেকে ১৫টি গ্রামের জুম্ম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে যৌথভাবে একটি পাড়াবন সংরক্ষণ করে আসছিল। মূলত খরা মৌসুমে যাতে স্থানীয়দের পানিসংকট দেখা না দেয়, সে উদ্দেশ্যেই তারা এই পাড়াবন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল বলে জানান তারা।

তাদের দাবি, উক্ত পাড়াবনে অতিরিক্ত সেগুন গাছ থাকার কারণে বিগত কয়েক বছর ধরে ঝিরির পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। যেহেতু সেগুন গাছ বৃদ্ধির জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, তাই গ্রামবাসীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত সেগুন গাছ কর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই কাঠ বিক্রি করে প্রাপ্ত অর্থ গ্রামগুলোর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার পরিকল্পনাও ছিল বলে জানান তারা।

এই সিদ্ধান্তের অংশ হিসেবে গত কয়েকদিন ধরে ১২ থেকে ১৫টি গ্রামের বাসিন্দারা মিলিতভাবে সেগুন গাছ কর্তন করে বিক্রির উদ্দেশ্যে সারোয়াতুলি মৌজার কুমুরোআরক ছড়া এলাকায় কাঠগুলো জড়ো করে রেখেছিলেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন ১২-১৫ গ্রামের মুরুব্বিরা বিজিবি সদস্যদের কাছে বিষয়টি ব্যাখ্যা করে অনুনয়-বিনয় করলেও তারা গ্রামবাসীদের কোনো কথা আমলে নেননি। পরে ঐদিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বিজিবি সদস্যরা কাঠগুলো তুলে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয় জুম্ম গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

তারা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ, আলোচনা বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই কাঠগুলো জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সূত্র দাবি করেছে যে, এই অভিযানে সারোয়াতুলি বিজিবি ক্যাম্প ও শিজক বিজিবি ক্যাম্পের সদস্যরাও জড়িত ছিলেন।

More From Author

+ There are no comments

Add yours