বাঘাইছড়িতে নির্বাচন নিয়ে সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের হত্যার হুমকি

0
340
ছবি: প্রতীকী

হিল ভয়েস, ৭ জুন ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী সুদর্শন চাকমার সমর্থক সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীরা সুদর্শনের পক্ষে ভোট পেতে বিভিন্ন জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে হত্যা ও অপহরণ করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কমান্ডাররা সাক্ষাতে ও ফোন করে উপজেলার অপর চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমাকে ভোট না দিয়ে সুদর্শন চাকমাকে ভোট দিতে জোরজবরদস্তি করছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন ২০২৪ সকাল আনুমানিক ১১ টার দিকে সংস্কারপন্থী সশস্ত্র দলের সহকারী কোম্পানি কমান্ডার হিসেবে পরিচিত আপন চাকমা (যার মোবাইল নাম্বার-০১৮৭৮৭৪৯২৭৮) বাঘাইছড়ির উত্তর পাবলাখালি গ্রামে নিরন চাকমার বাড়িতে গিয়ে খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমাকে ডেকে পাঠায়। চেয়ারম্যান বিল্টু চাকমা নিরন চাকমার বাড়িতে গেলে, সেখান অবস্থানরত আপন চাকমা সেই দিনের মধ্যে (৪ মে) বিল্টু চাকমাকে তার বাড়ি ও গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। তার অভিযোগ, বিল্টু চাকমা চেয়ারম্যান পদপ্রার্থী সুদর্শন চাকমার পক্ষে কাজ না করে অলিভ চাকমার পক্ষে কাজ করছেন।

সন্ত্রাসীদের কমান্ডার আপন চাকমা এসময় বাড়ি ছেড়ে চলে না গেলে বিল্টু চাকমাতে হত্যা করা হবে বলে হুমকি দেয় এবং নির্বাচনে তিনি নিজের ভোট দিতে পারবেন না বলে জানায়। এছাড়া নির্বাচনে সুদর্শন চাকমা না জিতলে এলাকার মানুষকে অপহরণ ও হত্যা করা হবে বলেও হুমকি প্রদান করে আপন চাকমা।

অপরদিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সশস্ত্র দলের কমান্ডার বলে পরিচিত আনন্দ চাকমা (যার মোবাইল নাম্বার-০১৮৩৪১৪০৮০৯) ও অসীম প্রিয় চাকমা (যার মোবাইল নাম্বার-০১৬১২৪০৭৮১৭) সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাকে ফোন করে অলিভ চাকমার পক্ষে কাজ করলে মেরে ফেলা হবে বলে হুমকি প্রদান করে বলে জানা গেছে।

এছাড়া সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের ভয়ে রূপকারি ইউনিয়নের ৩টি কেন্দ্রে এবং বঙ্গলতলী ইউনিয়নের নব নালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে অলিভ চাকমার সমর্থকরা কোনো এজেন্ট দিতে পারছেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ৯ জুন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংস্কারপন্থী ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) গোষ্ঠীর সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত সুদর্শন চাকমা এবং জেএসএস সহ অন্যান্য দলের সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত অলিভ চাকমা।