হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৫, রাঙ্গামাটি: আজ (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন কমিটি, বাঘাইছড়ি এর উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলক জ্যোতি চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, ৩০নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা, মহিলা সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি লক্ষীমালা চাকমা, মহিলা কার্বারি সমাপ্তি দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সদস্য নিহার বিন্দু চাকমা।
সভায় সঞ্চালনা করেন চিবরণ চাকমা এবং স্বাগত বক্তব্য রাখেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সদস্য মন্টু বিকাশ চাকমা। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক কালা চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি দেবপ্রসাদ দেওয়ান বলেন, আদিবাসী দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু বাংলাদেশ সরকার আদিবাসী হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি। স্বীকৃতির জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের কৃষ্টি-কালচার, স্বকীয়তা ধরে রাখতে হবে। আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে। বিশ্বে ৯০টি দেশে ৪০কোটি আদিবাসী রয়েছে, তার মধ্যে ৩৫টি দেশে ৮০শতাংশ আদিবাসী তাদের স্বকীয়তা বজায় রেখেছে।
তিনি আরও বলেন, আমাদের বর্তমান প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে, বিজ্ঞানের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রযুক্তি ও বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, সভ্যতার ক্রমবিকাশে দীর্ঘ দিন ধরে নারীরা নানাভাবে নিপীড়িত, বঞ্চিত হয়ে আসছে, আমাদের নারীদের অধিকার বিষয়ে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে, তাদের অধিকারের স্বীকৃতি দিতে হবে। আমাদের সংকীর্ণ মানসিকতা পরিবর্তন করতে হবে।
সভায় বক্তাগণ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্মদের অস্তিত্ব রক্ষায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং আদিবাসী স্বীকৃতি আদায়ের লক্ষে আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
+ There are no comments
Add yours