হিল ভয়েস, ২ জুন ২০২৩, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মো. নাঈম শেখ (২৬)ও আরো তিন জন সহযোগী মিলে বিথি মন্ডল (১৬) নামে এক হিন্দু সম্প্রদায়ের কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। কিশোরিটি জনাব আলী ফকির বালিকা বিদ্যালয়ের ২০২৩ এর এসএসসি পরিক্ষার্থী।
গত ২৩ মে ২০২৩ তারিখে আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় চিতলমারি থানাধীন চরলাঠিমা গ্রামস্থ তাদের নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার সময় তাদের বসতবাড়ির পেছনে পাকা রাস্তা থেকে মো. নাঈম শেখ (২৬), মো. হাইস শেখ (৫৫) ও সিবলি শেখ (২৯) তিন জন মিলে জোরপূর্বক একটি মোটর সাইকেলে উঠিয়ে অহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন মোটর সাইকেলটি ধাওয়া করেও ধরতে পারেনি।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন এলাকার চেয়ারম্যান, মেম্বার ও অন্যান্য সমাজপতিদের কাছে তাদের মেয়েটিকে উদ্ধার করার জন্য ছুটাছুটি করেও কোন লাভ হয়নি।
পরে ৩০ মে ২০২৩ মেয়েটিকে ফেরত পেতে ভিকটিমের পিতা বাদী হয়ে চিতলমারি থানায় মামলা দায়ের করেন।
মামলাটি করার পর মেয়েটির পিতার উপরে নানারকম ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশ ও দেশত্যাগ করতে বাধ্য করার হুমকি আসছে বলে জানা যায়।
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
             
             
                             
                             
                             
                                                     
                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        