বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন তিন আদিবাসী ফুটবলার

0
2105

হিল ভয়েস, ৩১ জুলাই ২০২০, ঢাকা:

২০২২ সালের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্ব ও এশিয়া কাপ-২০২৩ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৩৬ সদস্যের ঘোষিত দলে ডাক পেয়েছেন বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের তিন কৃতি ফুটবলার।

জাতীয় ফুটবল দলে জায়গা করে নেওয়া তিন আদিবাসী খেলোয়াড় হলেন- বাবলু ম্যাথিউজ হেমব্রম, তপু বর্মন এবং সুশান্ত ত্রিপুরা। তপু ও সুশান্ত খেলেন রক্ষণভাগে এবং বাবলু খেলেন ফরোয়ার্ডে।

এর আগে উত্তরবঙ্গের আদিবাসীদের কৃতি সন্তান বাবলু ম্যাথিউজ হেমব্রম ক্লাব পর্যায়ে খেলেন বাংলাদেশ পুলিশের হয়ে খেলেন এবং চাকরী করেন বাংলাদেশ পুলিশের কন্সটেবল পদে। অন্যদিকে বান্দরবান ও নারায়নগঞ্জের কৃতি সন্তান সুশান্ত ত্রিপুরা ও তপু বর্মন খেলেন বসুন্ধরা কিংসের হয়ে।

আগামী ৭ আগষ্ট থেকে গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প। এদিকে জাতীয় দলে একসাথে ডাক পাওয়ায় এই তিনজন আদিবাসী ফুটবলার ও বাংলাদেশের ফুটবলের দলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আদিবাসি ব্যক্তি ও সংগঠন শুভ কামনা জানিয়েছেন।