বস্ত্রশিল্পমন্ত্রী স্মৃতি ইরানি’র স্মৃতি রেখা চাকমাকে ফোন

0
1399

হিল ভয়েস, ১৬ আগস্ট ২০২০, আগরতলা: ভারতের ইউনিয়ন বস্ত্রশিল্পমন্ত্রী স্মৃতি ইরানির নজিরবিহীন প্রশংসামূলক পদক্ষেপ দেশের ত্রিপুরা রাজ্যের অধিবাসী প্রেসিডেন্ট পদকজয়ী বুননশিল্পী স্মৃতিরেখা চাকমাকে বিস্মিত করেছে।

গত ৭ আগস্ট ২০২০ দেশের ৬ষ্ঠ জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে কিংবদন্তী উদ্ভিদজ রঞ্জক ও বুননশিল্পী স্মৃতিরেখা চাকমাকে শ্রদ্ধা ও প্রশংসা জানিয়ে সরাসরি ফোন করেন ভারতের বস্ত্রশিল্পমন্ত্রী স্মৃতি ইরানি।

বস্ত্রশিল্পমন্ত্রী স্মৃতি ইরানি এসময় সৃজনশীল এই শিল্প বিকাশে বিশেষ অবদানের জন্য স্মৃতিরেখা চাকমাকে অভিনন্দন জানান।

মন্ত্রী তাঁর টেলিফোনে বলেন, ‘আমি ঐতিহ্যবাহী হস্ততাঁত বস্ত্রশিল্পে আপনার জ্ঞান ও নকশায় বিস্ময়াভিভূত। আমি আপনাকে শ্রদ্ধাভিনন্দন জানাই এবং সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।’

উল্লেখ্য যে, স্মৃতিরেখা চাকমাই ভারতের ত্রিপুরা রাজ্য থেকে হস্ততাঁত বুননের ক্ষেত্রে প্রথম প্রেসিডেন্ট পদক বিজয়ী এবং বলা হয়, তিনি এই খাতে মাস্টার ট্রেইনারদের জন্য সর্বোচ্চ পুরস্কার ‘সান্ত কবির পদক’ বিজয়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।