বর্বরোচিত লংগদু গণহত্যাঃ ৩৪ বছরেও বিচারহীন, অপরাধীরা শাস্তিহীন

হিল ভয়েস, ৪ মে ২০২৩, বিশেষ প্রতিবেদক: আজ বর্বরোচিত লংগদু গণহত্যাকান্ডের ৩৪ বছর। এটি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও অবৈধ অনুপ্রেবশকারী মুসলিম বাঙালি সেটেলারদের কর্তৃক আদিবাসী জুম্মদের উপর সংঘটিত অন্যতম মানবতাবিরোধী ভয়াবহ গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনা। ১৯৮৯ সালের এই দিনে প্রায় সন্ধ্যার দিকে এই গণহত্যাকান্ড ও অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। ৪ মে শুরু হয়ে ৬ মে … পড়তে থাকুন বর্বরোচিত লংগদু গণহত্যাঃ ৩৪ বছরেও বিচারহীন, অপরাধীরা শাস্তিহীন