বরকলে বিজিবি কর্তৃক নতুন চেকপোস্ট বসানোর অভিযোগ, জনমনে আতঙ্ক

হিল ভয়েস, ২২ অক্টোবর ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে বিজিবি কর্তৃক নতুন করে আরো ৪ টি নতুন চেকপোস্ট বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ৩৭ বিজিবি রাজনগর জোন কর্তৃক বড়হরিনা ইউনিয়নে শ্রীনগর বাজারে যাত্রী ছাউনি, ১২ বিজিবি ছোট হরিণা জোন কর্তৃক ১৫৯ নং ধুম্মাতালাং মৌজায় তাগলকছড়া দোর, ভালুক্কেছড়ি, ঠেগা দোর এবং পুলছড়া দোর এ জোরপূর্বক জমি দখল করে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তার অজুহাতে তল্লাশি নামে সাধারণ মানুষকে হয়রানি করছে।

যার কারণে বর্তমানে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

অপরদিকে গত রবিবার (১৯ অক্টোবর) ২ই বীর বনযোগীছড়া সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো: হাসান সেজান পিএসসি-এর নেতৃত্বে এবং ৬০ বেঙ্গল সুবলং সাব জোন কমান্ডার মেজর মো: আসিফ এর নেতৃত্বে সেনা অভিযান অব্যহত রয়েছে। এতে এলাকার মানুষ ভয়ে দিনাতিপাত করছে।

উল্লেখ্য, চলমান ২০২৫ সনের বরকল উপজেলায় আর্মি, আনসার, বিজিবি এবং পুলিশ ক্যাম্প বর্তমানে ৬৬ টি রয়েছে। তন্মধ্যে বিজিবি ক্যাম্প রয়েছে ৫৩ টি, যা তিন পার্বত্য জেলার মধ্যে বরকল উপজেলার সর্বাধিক সামরিক ক্যাম্প রয়েছে বলে প্রতীয়মান হয়।

More From Author