বরকলে নিজের জায়গায় গাছের চারা রোপণে এক জুম্ম গ্রামবাসীকে বিজিবি কমান্ডার কর্তৃক বাধা

0
130

হিল ভয়েস, ১৮ জুন ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নে এক বিজিবি ক্যাম্প কমান্ডার স্থানীয় এক জুম্ম গ্রামবাসীকে তার নিজের জায়গায় গাছের চারা রোপণ করতেহ ও বেড়া দিতে বাধা দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৭ জুন) বড় হরিণা ইউনিয়নের ১৬২নং চিপা মৌজার নোয়া আদাম নিবাসী শান্তি বিকাশ কার্বারি তার নিজ মালিকানাধীন জায়গায় বিভিন্ন ফলের চারা রোপণ ও বাগানে বেড়া নির্মাণ করছিলেন। এমন সময় একই ইউনিয়নে অবস্থিত সাওতাল ছড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ কবির সেখানে এসে শান্তি বিকাশ কার্বারিকে ফলের চারা রোপণে ও বেড়া নির্মাণে বাধা প্রদান করেন।

বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ কবির এসময় ক্যাম্পের আশেপাশে ৩০০ গজের মধ্যে কোনো বাগান বা খেত করা যাবে না বলে জানিয়ে দেন। চারা রোপণ বা বেড়া নির্মাণ করতে গেলে সেক্টর কমান্ডারের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতে হবে জানান।