বন্ধুদের ডাকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে টেকনাফে খুন হলেন সুজন চাকমা

হিল ভয়েস, ১ সেপ্টেম্বর ২০২৫, বিশেষ প্রতিবেদক: বন্ধুদের ফোন কল পেয়ে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কক্সবাজার জেলার টেকনাফে গিয়ে খুনের শিকার হলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার যুবক সুজন চাকমা। তার বয়স আনুমানিক ৩০ বছর।

জানা গেছে, নিহত সুজন চাকমার পিতার নাম বাত্যে চাকমা, বাড়ি জুরাছড়ি সদর ইউনিয়ন এলাকায়। তিন ভাইবোনের মধ্যে সুজন চাকমা সবার বড়।

গতকাল ৩১ আগস্ট ২০২৫ সন্ধ্যার দিকে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর আত্মীয় ও বিভিন্ন সামাজিক মাধ্যমের সূত্রে খবর পাওয়া গেছে।

ভুক্তভোগীর একটি পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে সুজন চাকমা প্রথমে কক্সবাজার সদরে যান। এরপর টেকনাফে যান চাকরির ইন্টারভিউ দেবেন বলে। টেকনাফে পৌঁছার পর সুজন চাকমার বন্ধুরা সুজন চাকমার বাবাকে ফোন দিয়ে টাকা চায়। তবে কত টাকা চাওয়া হয় তা জানা যায়নি।

পরে এলাকার জনগণ টেকনাফ বাজারে শাপলা চত্বর নামক স্থানে রাতে ছুরিকাহত হয়ে জখম অবস্থায় সুজন চাকমাকে পড়ে থাকতে দেখতে পায়। ছুরিকাহত স্থানে সেলাই করা ছিল বলেও জানা যায়। পরে এলাকার জনগণ স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরেই উক্ত ডাক্তার সুজন চাকমাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, বন্ধুত্বের ভান করে সুজন চাকমাকে টেকনাফে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটানো হয়।

তবে, কারা তাকে হত্যা করেছে এবং কারা তাকে বন্ধু হিসেবে চাকরির ইন্টারভিউর কথা বলে সেখানে ফোন করে ডেকে নিয়ে গেছে তা জানা যায়নি।

এব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা কিংবা মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।

More From Author

+ There are no comments

Add yours