পিসিপি বাঘাইছড়ি থানা শাখার কাউন্সিল সম্পন্ন

0
602

হিল ভয়েস, ১৯ নভেম্বর ২০২১, বাঘাইছড়ি: আজ ১৯ নভেম্বর ২০২১ (শুক্রবার) বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি থানা শাখার ১৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিজেএসএস বাঘাইছড়ি থানা শাখার সদস্য সুমতি রঞ্জন চাকমা, পিসিজেএসএস বাঘাইছড়ি থানার সদস্য প্রভাত কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, বাঘাইছড়ি থানা শাখার সদস্য লক্ষীমালা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সুব্রত চাকমা, পিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা ও পিসিপি  রাঙ্গামাটি জেলার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা প্রমুখ।

কাউন্সিলটি সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি পিয়েল চাকমা আর সঞ্চালনা করেন চিবরণ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে পিসিজেএসএস, বাঘাইছড়ি থানা শাখার সদস্য সুমতি রঞ্জন চাকমা বলেন, ছাত্র-যুব সমাজ সবসময় আন্দোলনের একটি ভবিষ্যতের নাম । যুগে যুগে জাতির প্রয়োজনে ঐতিহাসিক দায়িত্ব পালন করে থাকে ছাত্ররা। আগামীতেও ছাত্র-যুব সমাজ তার ঐতিহাসিক দায়িত্ব বুঝে নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অধিকতর আন্দোলনে সামিল হবে আশাবাদ ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, বাঘাইছড়ি থানা শাখার সদস্য  সুব্রত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ছাত্র সমাজকে সংগঠিত করতে পিসিপি’র ভূমিকা অপরিসীম। তিনি ছাত্র সমাজকে পার্টির আন্দোলন সংগ্রামের বার্তা জনগণের কাছে পোঁছে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বাঘাইছড়ি থানা শাখার  সদস্য লক্ষীমালা চাকমা বলেন, প্রতিটি পিসিপি কর্মীকে পার্টির প্রতি আনুগত্য ও নীতি আদর্শের প্রতি বিশ্বস্ত হতে হবে তবেই আমরা কঠিন সংগ্রামের দিকে ধাবিত হতে পারব। এটাই প্রতিটি পিসিপি কর্মীর দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত ।

পিসিপি রাঙ্গামাটি জেলার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা বলেন, পিসিপি আগামী দিনের পার্বত্য চট্টগ্রামের লাল সূর্য সৈনিক। সূর্য যেমন আলো ছড়িয়ে অন্ধকার তাড়ায় পিসিপি’র কর্মীকেও পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব রক্ষায় সাহসের সাথে  কাজ করতে হবে।

পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠায় আত্মবলিদানের মধ্য দিয়ে মহান পার্টিতে যেভাবে জীবন উৎসর্গ করেছেন ঠিক সেভাবে ছাত্র সমাজকেও পিসিপি’র নেতৃত্বে আগামীর ভবিষ্যৎ প্রতিষ্ঠায় আত্মবলিদানের মন্ত্রে উজ্জীবিত হতে হবে।

পিসিজেএসএস বাঘাইছড়ি থানার সদস্য প্রভাত কুমার চাকমা বলেন, শাসকগোষ্ঠী কতৃর্ক নানান ধরনের হামলা, মামলার পরও পার্টি তার সাংগঠনিক কার্যক্রম যখন যে বাস্তবতায় এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন সেভাবে করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতেও তার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে এবং ছাত্র ও যুব সমাজ সে আন্দোলনে সামিল হবে।

কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক আশাপূর্ণ চাকমা।

আলোচনা সভা শেষে পিয়েল চাকমাকে সভাপতি, চিবরণ চাকমাকে সাধারণ সম্পাদক ও উদ্দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিতি গঠন করা হয়।

বাঘাইছড়ি থানা শাখার নবগঠিত কমিতিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রাজন তঞ্চঙ্গ্যা।